সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কারণে শিশু ও তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এনেছেন সংস্থাটির সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন। তিনি দাবি করেছেন, সমাজে বিভাজন সৃষ্টি এবং গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে ফেসবুক।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ অক্টোবর) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেসের সাব-কমিটির সামনে শুনানিতে ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ফ্রান্সেস হাউজেন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ৩৭ বছর বয়সী ফ্রান্সেস হাউজেনের এসব অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে মার্কিন কংগ্রেস।
শুনানিতে হাউজেন বলেন, ফেসবুকের পণ্যগুলো শিশুদের ক্ষতি করে, সামাজিক বিভাজন উসকে দেয় এবং গণতন্ত্রকে দুর্বল করে দেয়।
আরও পড়ুন: ফেসবুকে বেশি পোস্ট দেয়া ‘মানসিক রোগ’
ফ্রান্সেস হাউজেন আরও বলেন, কিভাবে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিরাপদ করা যায় তা ফেসবুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন। কিন্তু তারা সেই প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনবেন না, কারণ মানুষের চেয়ে তাদের কাছে মুনাফা বেশি গুরুত্বপূর্ণ।
তবে ফেসবুকের প্রতিষ্ঠিতা মার্ক জাকারবার্গ বলছেন, এসব অভিযোগের মাধ্যমে একটি ভুল চিত্র দাঁড় করানো হয়েছে। ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক লড়াই চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: মন খারাপে ফেসবুক নয়
কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জাকারবার্গ বলেছেন, নিরাপত্তা, সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলোতে আমরা গভীরভাবে নজর দিয়ে কাজ করি।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে