বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকাট্রিস্টের আয়োজনে পোস্ট-গ্রাজুয়েটদের সংবর্ধনা

২১ সেপ্টেম্বর, ২০২১ এ হয়ে গেলো বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকাট্রিস্টের আয়োজনে “পোস্ট-গ্রাজুয়েটদের” সংবর্ধনা অনুষ্ঠান।

২১ সেপ্টেম্বর, ২০২১ এ হয়ে গেলো বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকাট্রিস্টের আয়োজনে “পোস্ট-গ্রাজুয়েটদের” সংবর্ধনা অনুষ্ঠান। সারাদেশের নবীন গ্রাজুয়েট সাইকাট্রিস্টদের নিয়ে আয়োজনে সহযোগী ছিলো বীকন ফার্মাসিউটিক্যালস ।

বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস(বিএপি)এর পক্ষ থেকে সাইকিয়াট্রিতে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করা চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ,কেন্দ্রীয় কমিটির মহা-সচিব প্রফেসর ডা. এম এ আজিজ।

বিএপি সভাপতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মনোরোগ বিদ্যার শিক্ষকবৃন্দ এবং বিএপি নেতৃত্ব।

স্বাগত বক্তব্য প্রদান করেন সিওমেকহা মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এবং বিএপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা.আর কে এস রয়েল ।

ডাঃ এমএ আজিজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা যারা নবীন আছেন আপনারা কমিটেড  থাকবেন। রোগীরা যেন আপনাদের ব্যবহারে খুশি থাকেন। দেশের যে প্রান্তেই থাকেন না কেন রোগীদের জন্য কাজ করবেন আর আপনাদের সকল সমস্যায় সাহায্য করবো। আপনাদের নিরাপদ রাখতে কাজ করবো। দ্রুত যেন সুরক্ষা আইন পাস হয় সেই চেষ্টাই করে যাচ্ছি।

অতিথিদের বক্তব্য শেষে পোস্ট-গ্রাজুয়েটদের উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি)এর আয়োজনে রাজধানীর হোটেল শেরাটনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

 

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleরাজস্থানের এক্স ফ্যাক্টর ছিল মুস্তাফিজ
Next articleমানুষ কেন রাগ করে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here