প্রশ্ন: আমার একমাত্র ছেলের বয়স ছয় বছর। অসম্ভব দূরন্ত। সারা দিন ছোটাছুটি করে। এক মুহূর্ত স্থির হয়ে বসে না। কোনো অনুষ্ঠানে গেলে সবসময় দৌড়াদৌড়ি করে। বাসার কাজের লোক বা বন্ধুদের সাথে ধাক্কাধাক্কি করে। দুই বছর ধরে স্কুলে যায়, কিন্তু পড়ালেখায় মনোযোগ কম, রেজাল্টও খারাপ। স্কুলের শিক্ষক বলেন, ওকে মানসিক চিকিৎসক দেখাতে। কিন্তু ওর দাদা-দাদি রাজি হন না। তারা বলেন, এটা স্বাভাবিক। আসলে ওর সমস্যা কি মানসিক? বড় হয়ে গেলে ও কি ঠিক হয়ে যাবে? আমার কী করণীয় ?
তানিয়া আক্তার, রামপুরা, ঢাকা।
উত্তর: প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। উত্তর দেয়ার আগে জানা প্রয়োজন বয়স অনুপাতে আপনার সন্তানের মানসিক ও শারীরিক বৃদ্ধি কী অবস্থায় আছে। যদি সবকিছ ঠিক থাকে এবং আপনি যদি আপনার সন্তানের স্কুলের খারাপ রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে দেখতে হবে সে নিয়মিত পড়াশুনা করে কিনা পড়ায় মনোযোগ ধরে রাখতে পারে কিনা? যদি আপনার সন্তানের আইকিউ লেভেল কম থাকে এবং হাইপার অ্যাকটিভ থাকে তাহলে অতিদ্রুত তাকে একজন মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। সঠিক চিকিৎসায় আপনার সন্তান পুরোপুরি সুস্থ হয়ে উঠবে আশা করা যায়। এসব সমস্যায় যত দেরি হয় সাধারণত পরিণতি তত জটিল আকার ধারণ করে। আশা করা যায় সঠিক চিকিৎসায় এবং পরিবারের সদস্যদের সক্রিয় সহযোগিতায় আপনার সন্তান স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।
পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা.নাহিদ মাহজাবিন মোরশেদ।
করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে