আপানি লিখেছেন, আপনি বর্তমানে সুস্থ আছেন, অবশ্যই এটা ভালো সংবাদ। কিন্তু কতটুকু ভালো আছেন বা আপনার রোগের লক্ষণ কি ছিলো, কতদিন যাবত ভালো আছেন। এসব বিষয় জানা প্রয়োজন। আপনার লেখা পড়ে মনে হচ্ছে আপনার যৌন সমস্যার পিছনে ওষুধের একটা ভূমিকা আছে। কিন্তু হঠাৎ করে ওষুধ বন্ধ করাও ঠিক হবে না। এখানে আপনার কি ধরনের বা কি মানসিক রোগ হয়েছে এটা জানা খুবই জরুরি। সুতরাং প্রথম কাজ হবে- আপনার রোগটির নাম বা ডায়াগনসিস বিষয়ে নিশ্চিত হওয়া। তারপর ওষুধের বিষয়ে ঠিক করা।
সেইসাথে এটাও দেখতে হবে, আপনার যৌন সমস্যার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। শারীরিক বা মানসিক। অনেক শারীরিরক কারণে এবং অনেক মানসিক রোগের সাথেও যৌন সমস্যা থাকতে পারে। অন্য কোনো সমস্যা বাদে যৌন সমস্যা শুধু একাও থাকতে পারে। তাই পিছনের কারণ বা রোগের ধরন লক্ষণ জানা দরকার। এসব না জেনে হঠাৎ করে আপনাকে কোনো উপদেশ বা পরামর্শ দেয়া ঠিক হবেনা। ভালো থাকবেন। আপানার ডাক্তারের সাথে আর বিষয়গুলি খুলে বলুন চিকিৎসা চান। অথবা আমাদের সাথে সরাসরি দেখা করুন।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।