তোমার রোগটি কি সেটি কি তুমি জানো? সেটা জানাও জরুরি। রোগটির সাধারণ চরিত্র কি সেটি জানাও জরুরি। তোমার লেখা পড়ে মনে হচ্ছে তোমার রোগটি- অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার বা ওসিডি। বাংলায় বলে শুচিবাই। অনেক সময় এ রোগের চিকিৎসা দীর্ঘদিন যাবত করতে হয়। তুমি আগে পরীক্ষা শেষ করো।এ র মধ্যে যে চিকিৎসা আছে সেটিই চালিয়ে যাও। সমস্যা হলে যোগাযোগ করো। ওসিডির চিকিৎসায় ওষুধের সাথে সাইকোথেরাপীও কার্যকরী। দুটি একসাথে নিতে পারলে বেশী ভালো হয়।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন