এই রোগেরই আর একটি দিক হল বিষণ্ণতা। সেটাও চিকিৎসা না করালে কয়েক মাস থাকতে পারে। বিষণ্ণ অবস্থায় উল্টোটা হয়, কথা বলেনা, চুপচাপ থাকে, কিছুই ভালো লাগেনা, এমনকি মরে যেতে মন চায়।
বাইপোলার রোগের একটা দিক হলো চিকিৎসা না করালেও একসময় এমনিতেই ভালো হতে পারে। কিন্তু ভোগান্তি হয় অনেক। সুতরাং বেঁধে না রেখে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা নিন বা নিতে বলেন। তাতে এতো জটিল আকার ধারণ করবেনা। এইরোগের চিকিৎসা অত্যন্ত ভালো ফল দেয়। আপানার আত্মীয়কে মনোরোগ বিশেষজ্ঞ দেখান। আরো ভালো করে বোঝার জন্য নিচে এই রোগ নিয়ে লেখা একটি লিংক দেয়া হলো ।
লিংক: https://monerkhabor.com/featured/2016/10/08/7608/[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।