জামিনে মুক্তি পেয়েছেন ডা. মামুন: আপাতত স্থগিত আন্দোলন কর্মসূচি

0
293
জামিনে মুক্তি পেয়েছেন ডা. মামুন: আপাতত স্থগিত আন্দোলন কর্মসূচি
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিষ্ট্রার মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন আজ (২২ নভেম্বর) জামিনে মুক্তি পেয়েছেন।

এর আগে বিকাল ৪ টায় বিজ্ঞ আদালত ডা. মামুনের জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

ডা. মামুনের মুক্তির জন্য সহযোগিতা করায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সকল পেশাজেবী সংগঠন, সকল পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।

একই বিজ্ঞপ্তিতে তারা ডা. মামুনের মুক্তির দাবীতে সাইকিয়াট্রিস্টদের প্রাইভেট চেম্বার বন্ধ রাখা সহ চলমান সকল আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেন।

এর আগে আজ (২২ নভেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এক জরুরী সভার মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে ডা. আব্দুল্লাহ আল মামুনের মুক্তি না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleছয় মাসের মধ্যে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম: অক্সফোর্ড
Next articleঅ্যানোরেক্সিয়া নার্ভোসা: ওজন বাড়ার ভয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here