কার্যকর টিকা সহজলভ্য হওয়ার আগেই করোনাভাইরাসে বিশ্বব্যাপী এ ভাইরাসে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রম বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া না হলে এ সংখ্যা আরও বেশি হতে পারে। শুক্রবার খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সূত্রমতে সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯,৮৭,৭৫৪ জন, ২,২৩,৭৭,৬২০ জন সুস্থ হয়েছেন আর শনাক্ত হয়েছেন ৩,২৪,৭৫,৫৮৫ জন।
আইইডিসিএর এর তথ্যমতে বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫,০৯৩ জন শনাক্ত হয়েছেন ৩,৫৬,৭৬৭ এবং সুস্থ হয়েছেন ২,৬৭,০২৪ জন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন