অনেক পরিবারের বাবা-মা একসঙ্গে করোনায় আক্রান্ত হচ্ছেন। এ সময় সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়ে সন্তানদের সুরক্ষা।
করোনা একটি মারত্মক ছোঁয়াচে রোগ। তাই পরিবারের কেউ আক্রান্ত হলেই নিতে হচ্ছে সর্বোচ্চ সতকর্তা। এ সময় শিশুদের যত্ন নেয়া ও করোনা থেকে রক্ষায় সচেতন হতে হবে ও মানতে হবে স্বাস্থ্যবিধি।
বিশেষজ্ঞরা বলেন, বাবা-মা দুজনই করোনায় আক্রান্ত হলে দ্রুত শিশুদের আলাদা রাখার ব্যবস্থা করতে হবে।
এ সময় শিশুর সুরক্ষায় যা করবেন-
১. আক্রান্ত বাবা-মা মানসিক শক্তি ধরে রাখুন। এ সময় বিশ্বস্ত কারও কাছে শিশুকে রাখার ব্যবস্থা করুন।
২. শিশুদের বাড়ির বাইরে নেবেন না ও পরিবারের বাইরের কারও কাছে দেয়া যাবে না।
৩. বাবা-মায়ের অবর্তমানে যিনি শিশুটির দেখভাল করবেন ও যত্ন নেবেন, তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
৪. শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এ সময় বাবা-মায়ের কাছে যেতে চাইলেও তাকে দূরে রাখতে হবে।
৫. ভিডিওকলে বাবা-মায়ের সঙ্গে সন্তানের দেখা ও কথা হতে পারে।
৬. বাইরে নিয়ে গেলে শিশুদের মাস্ক পরাতে হবে।
৭. বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। চোখেমুখে হাত দেবেন না।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন