বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর আয়োজনে মহামারীতে তরুণদের মানসিক স্বাস্থ্য বিষয়ে ওয়েবিনার (অনলাইন সিম্পোজিয়াম অনুষ্ঠিন হয়েছে।
গতকাল (৭ জুন) রাত ৮.০০ থেকে অনলাইনে “Mental Health of the Young During Pandemic” র্শীষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল এর মনোরোগ বিভাগের রেজিস্ট্রার ও মনোরোগ বিশেষজ্ঞা ডা. শাহরিয়ার ফারুক অনিক।
ওয়েবিনারে চেয়ারপার্সন হিসেবে ছিলেন জাতীয় মানিসক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. ফারুক আলম এবং কো- চেয়ারপার্সন হিসেবে ছিলেন জাতীয় মানিসক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ও (বিএপি) এর সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মেখলা সরকার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগ এর রেজিস্ট্রার ও মনোরোগ বিশেষজ্ঞা ডা. রাইসুল ইসলাম পরাগ এর সঞ্চালনায় ওয়েবিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন- অধ্যাপক ডা. সুষ্মিতা রায়, ডা. নিয়াজ মোহাম্মাদ খান, ডা. এম এম জালাল উদ্দিন, ডা. মো. ফারুক হোসেন, ডা. শহীদ উল ইসলাম, ডা.শাফকাত ওয়াহিদ, ডা. নুর আহমেদ গিয়াসউদ্দিন, ডা. নাসিম জাহান, ডা. মোহাম্মাদ জোবায়ের মিঞা, ডা. এ এস এম মোর্শেদ, ডা. সিফত-ঈ-সাইদ, ডা. পঞ্চানন আচার্য্য, ডা. ওয়ালিউল হাসনাত সজীব, ডা. সৈয়দ মাহবুব ই কিবরিয়া, ডা. তৌহিদুল ইসলাস সাম্য, ডা. আব্দুল মতিন এবং ডা. আবদুল্লাহ আল মামুন।
ওয়েবিনারটিতে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
সম্পূর্ণ ওয়েবিনারটি দেখতে এখানে ক্লিক করুন:
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন