করোনা আক্রান্ত স্বজনকে সেবা দিন নিশ্চিন্তে: হাসপাতাল থেকে বললেন অধ্যাপক ডা. বিপ্লব

করোনা আক্রান্ত স্বজনকে সেবা দিন নিশ্চিন্তে: হাসপাতাল থেকে বললেন অধ্যাপক ডা. বিপ্লব
করোনা আক্রান্ত স্বজনকে সেবা দিন নিশ্চিন্তে: হাসপাতাল থেকে বললেন অধ্যাপক ডা. বিপ্লব

কোভিড ১৯ পজেটিভ হওয়ায় রাজধানীর একটি করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন মনের খবর এর সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব। একই হাসপাতালে তার স্ত্রী মনের খবর এর ব্যবস্থাপনা সম্পাদক মাফরুহা খানম সুবর্ণাও চিকিৎসাধীন রয়েছেন।
তবে আশার কথা হলো ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাদের। আজ ২৮ মে (বৃহ:বার) হাসপাতাল থেকে অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব বলেন, “আজকে তুলনামূলক ভাবে আমি এবং সুবর্ণা, দুজনই ভালো আছি। গতকাল বেশির ভাগ সময় প্রায় অক্সিজেন ছাড়াই কাটিয়েছি ।”
চিকিৎসা সর্ম্পকে জানাতে গিয়ে তিনি বলেন, “ এবিষয়ে পরে বলবো, তবে এখন এটুকু বলে রাখি যে, আমার মনে হয় করোনা চিকিৎসা এখন প্রায় ডাক্তারদের হাতে রেডি। কখন কি করতে হবে, কর্তব্যরত ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় এমনি কি প্রশাসন সবাই মোটামুটি জানেন এবং তারা একটা সুন্দর ম্যানেজমেন্ট প্রটোকলও তৈরি করে ফেলেছেন।”
“কিন্তু টাইমলি চিকিৎসা নেয়া এবং নেয়ার ব্যবস্থা করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসাথে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিকিৎসার পাশাপাশি সাপোর্ট। জ্বর, শ্বাস কষ্ট, টায়ার্ড, ঘুমঘুম, শরীর ব্যাথা, চোখ খোলা রাখাই মুশকিল। সে অবস্থায় নিজে কিচ্ছু করা যায় না। গরম পানি, খাওয়া, ওষুধ, টয়লেট, পরীক্ষানিরীক্ষা, নার্সের সাথে দরকারী আলাপ, ওয়ার্ড বয়, রুম, কোনো কিছুই নিজে করা যায় না। তাই অবশ্যই একজন সাপোর্ট সাথে থাকা জরুরি। অসুখ এবং অসুস্থতার কথা ভাবতে গিয়ে এটা কেউ খেয়াল করে না।” বলেন তিনি।
সাপোর্ট যিনি দিবেন তার ঝুঁকি সম্পর্কে জানাতে গিয়ে করোনায় আক্রান্ত এই চিকিৎসক বলেন, “আল্লাহ কাউকেই এমন অসুখ না দেন সেই কামনা করি। কিন্তু যদি কোন কারণে হাসপাতালে আসতে হয় তবে সাপোর্ট এর বিষয়টা মনে রাখা খুবই জরুরি। যিনি সাপোর্ট দিতে আসবেন তার একদম ভয়ের কিছু নেই। কারণ সবার হাসপাতালে ভর্তির মতো সমস্যা হয় না। ভর্তির প্রয়োজন হয় খুব কম পরিমাণ মানুষের। যারা সাপোর্ট দিতে আসেন, এমনকি তারা যদি পজিটিভও হয়ে যান, ভয়ের কিচ্ছু নাই। তাদের সিম্পটম থাকে কন্ট্রোলে। সেইসাথে তাদের জন্যও সময়মতো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। বাড়িতে থাকলেও একই কথা। যাদের অন্যকোনো অসুখ আছে তারা একটু সাবধানে থাকবেন।”
শুভাকাঙ্খীদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকে আবারও অনেক অনেক অনেক ভালোবাসা। আপাতত হাসপাতালেই আছি। কাছের কারো কোভিড ১৯ পজেটিভ হলে নিয়মের ভিতর থেকে সাপোর্ট দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকুন। ভয়ের কিচ্ছু নাই।”
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleকরোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে
Next articleযুক্তরাজ্যে ১৬৯৪ মানসিক রোগীকে ‘ভুল’ ছাড়পত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here