করোনায় খাদ্য সংকটের আশংকায় বাড়ছে মানসিক চাপ

করোনায় খাদ্য সংকটের আশংকায় বাড়ছে মানসিক চাপ
করোনায় খাদ্য সংকটের আশংকায় বাড়ছে মানসিক চাপ
খাদ্য সংকট নিয়ে প্রতিনিয়ত করোনার প্রভাবে বিশ্বে নানা পরিবর্তন দেখা যাচ্ছে।

করোনার উপসর্গ যেমন পরিবর্তন হয় তেমনি বৈশ্বিক বিশ্বেও বিভিন্ন পরিবর্তন দেখা যায়। সে পরিবর্তনগুলোর প্রভাব পরতে পারে সারা বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে। এ পরিবর্তনের একটা প্রভাব যদি পড়ে খাদ্যের উপর,আর সেটা যদি হয় খাদ্য সংকট, তাহলে মানব জাতির জন্য কতটা ভয়াবহ হতে পারে তা ভাবা যায় না।
সারা বিশ্বব্যাপী করোনার কারণে চলছে লকডাউন। আর লকডাউনের জন্য দেখা দিতে পারে খাদ্যের সংকট। খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাদ্য দ্রব্য আনা নেয়া প্রতিটি ক্ষেত্রই করোনার কারনে বাধার সম্মুখীন হচ্ছে। যার ফলে কোন একটি দেশ নয়, বিশ্বব্যাপী একযোগে দেখা দিতে পারে খাদ্য সংকট। এ খাদ্যসংকট হতে পারে করোনার থেকেও ভয়াবহ।
একদিকে বিশ্বব্যাপী করোনার বিরুদ্ধে লড়াই করে চলছে, অন্যদিকে আফ্রিকা মহাদেশে শস্য সাবাড় করে দেয়া পঙ্গপাল আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আফ্রিকার অনেকগুলো অঞ্চলের লাখ লাখ হেক্টর জমির ফসল চলে গেছে এই পোকার পেটে। সব শস্যই এরা সাবাড় করে দিচ্ছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ( এফএও) মনে করছে এমনটা চলতে থাকলে শস্য উৎপাদন চলে যাবে শূন্যের কোঠায়। জাতিসংঘের আশংকা, পঙ্গপালের কারণে দেশটির অন্তত লাখ দশেক মানুষ খাবারের সংকটে পড়বে। পঙ্গপালের কারণে খাদ্য সংকট আর করোনা ভাইরাসের কারণে লকডাউনের ফলে আফ্রিকায় দারিদ্র্যের ভয়াবহ চেহারা দেখা যেতে পারে।
আর এর প্রভাব যে শুধু আফ্রিকাতেই পড়বে তা না, এর প্রভাব পড়তে পারে সারাবিশ্বে। একটা অঞ্চলের খাবার সংকটের সমাধান করতক গেলে আরেকটা অঞ্চলে এর প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তারের কারণে পন্যবাহী উড়োজাহাজ অনেকটা অনিয়মিত হয়ে পড়েছে, পন্য সরবরাহ ব্যবস্থায় জিনিসপত্রের ও খরচ বাড়ছে।
আর এ সবকিছুই মানবজাতিকে এক কঠিন পরিক্ষায় ফেলে দিয়েছে। একদিকে করোনায় সংক্রমনের ভয় অন্যদিকে খাদ্য সংকটের ভয়, এসব ভয় হতে পারে মানসিক রোগের কারণ। দুশ্চিন্তা, হতাশা সব কিছু বেড়ে যেতে পারে। শারীরিক ও মানসিকভাবে মানবজাতি হুমকির মুখে পড়তে পারে।
লিখেছেন: সৈয়দা মুমতাহিনাহ সোনিয়া
মানিসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleহাবিবুল বাশার ও উৎপল শুভ্র থাকছেন আজ রাতের মনের খবর লাইভ আড্ডায়
Next articleকরোনার নতুন উপসর্গ: শরীরের অবসন্নতা ও ক্লান্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here