করোনায় বিশ্বজুড়ে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যা। সেই সাথে করোনার প্রভাবে বাড়ছে মানসকি অবসাদে আক্রান্তের সংখ্যাও। সমীক্ষা শেষে এমনটিই জানিয়েছে ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটি।
ওই সমীক্ষায় বলা হয় করোনার প্রভাবে শুধুমাত্র ভারতেই মানসিক সমস্যায় আক্রান্তের হার ২০ শতাংশ বেড়ে গেছে। দেশজুড়ে লকডাউন, অর্থনৈতিক অনিশ্চয়তা, ব্যবসা, চাকরি, সঞ্চয়, নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে মানসিক রোগ আক্রান্তের এই উর্দ্ধগতি বলে জানানো হয় সমীক্ষায়।
সমীক্ষায় অংশ নেওয়া মনোবিজ্ঞানীদের ধরাণা, আগামী দিনে যদি সমান হারে বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, তাহলে অবসাদের পরিমাণও বাকিদের মধ্যে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ, আতঙ্ক, কৌতূহল, এমনকি মদ্যপানের নেশা হারানোর জেরেই এই রোগীদের সংখ্যা বেড়ে যেতে পারে বলে খবর।
এ প্রসঙ্গে ইন্ডিয়ান টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে সেদেশের মনোবিদ ডা. মনু তেওয়ারি বলেন, অস্থির সময়ে মানুষের মধ্যে মানসিক রোগ বেড়ে যায়, কিন্তু তারা সেটা সহজে টের পান না। লকডাউনের ফলে মানুষকে র্দীঘদিন ঘরে থাকার ফলে দৈনন্দিন জীবনে চাপ বাড়ছে। ফলে অনেকের মধ্যে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, অ্যালকোহল উইথড্রল সিনড্রোম দেখা দিচ্ছে।
Home করোনায় মনের সুরক্ষা বিশ্ব পরিস্থিতি করোনায় বেড়েছে মানসিক সমস্যা: ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটির সমীক্ষা