ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক (সিএসডাব্লিউ) এর আয়োজনে আত্মহত্যা প্রতিরোধে “ন্যাশনাল সেমিনার-২০১৯” অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ জানুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটে Suicide prevention and Mental health promotion র্শীষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রয়েল ইউনির্ভাসিটি অব ঢাকা এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রফুল্ল সি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যান ও গবেষণা ইনস্টিটিউটের প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক তাহমিনা আক্তার এর সভাপতিত্বেঅনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসডাব্লিউ মাস্টার্স প্রোগ্রাসের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এম শাহীন খান।
সেমিনারে আত্মহত্যা বিষয়ে বিশদ প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। সেমিনারে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ’সহ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।