সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে “হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট ” অপারেশনাল প্লান এর আওতাভুক্ত Component 2 Activity, Providing Mental Health Services at Secondary & Tertiary care Hospitals কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ” মানসিক স্বাস্থ্য” বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে ।
তিন দিনব্যাপী (০৩-০৫ ডিসেম্বর) এই সেমিনারে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আসা ৪০ জন মেডিকেল অফিসার তিন দিনের এই সেমিনারে অংশ নিচ্ছেন।
সেমিনারে মানসিক স্বাস্থ্য বিষয়ক একাধিক সেশনে অংশগ্রহণ করবেন মেডিকেল অফিসারবৃন্দ।
গতকাল (০৩ ডিসেম্বর) ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: খুরশীদ আলম,লাইন ডিরেক্টর,হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালি, ঢাকা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো ইউনুসুর রহমান, পরিচালক, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল।
এছাড়া সেমিনারে থাকছেন ফ্যাসিলিটেটর ডা: ফারহানা কবির, (ডিপিএম),মানসিক স্বাস্থ্য হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালি, ঢাকা এবং প্রতিষ্ঠানের অ্যাসিট্যান্ট ডিরেক্টর ডা: আবুল কালাম আজাদ ও ডেপুটি ডিরেক্টর ডা: হিমাংশু লাল রায় ।
পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করছন আছেন ডা: আর কে এস রয়েল,বিভাগীয় প্রধান,মানসিক রোগ বিভাগ।
আগামীকাল (০৫ ডিসেম্বর) সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক: ডা. আফরোজা আক্তার, রেসিডেন্ট, মানসিক রোগ বিভাগ, ওসমানি মেডেকেল কলেজ হাসপাতাল, সিলেট।