মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানাতে কলসেন্টার সেবা চালু মানসিক স্বাস্থ্যের সবকিছু- স্লোগান নিয়ে কাজ দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন ও ওয়েব পোর্টাল ‘মনের খবর’।
প্রতিষ্ঠার পর থেকেই মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খবরের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড গ্রহণ করে আসছে মনের খবর। তারই অংশ হিসেবে এবার ‘মানসিক স্বাস্থ্য সেবা তথ্য ’ নামে ‘কলসেন্টার সেবা’ কার্যক্রম শুরু করেছে পত্রিকটি ।
‘মানসিক স্বাস্থ্য সেবা তথ্য’ এর ‘কলসেন্টার সেবা’ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের সকল অঞ্চলে কোথায় কি ধরনের মানসিক স্বাস্থ্যসেবা রয়েছে সে সংক্রান্ত তথ্য জানা যাবে।
প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ০১৩১৬০৫৫৪৫৩ নম্বরে কল করে জানতে পারবেন নিজ এলাকার মানসিক স্বাস্থ্য সেবা সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন সেবাগ্রহীতা।
উল্লেখ্য, এর আগে ওয়েব সাইটের মাধ্যমে মানসিক রোগ বিশষজ্ঞদের চেম্বার ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক হাসাপাতাল ও ক্লিনিক সমূহের তথ্য জানাতে ডিরেক্টরি সেবা কার্যক্রম চালু করে মনের খবর।
মানসিক স্বাস্থ্য সেবা তথ্য ডিরেক্টরি লিংক: https://www.monerkhabor.com/directory/