বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে নারীদের সেক্সুয়াল ডিসফাংশন বিষয়ে “Update Managment of Sexual Dysfunction” শিরোনামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ অক্টোবর) বিএসএমএমইউ এর মিল্টন হলে মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট ইউনির্ভাসিটির ক্লিনিকাল সাইকোলজি সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ডিউইট ম্যারিক।
সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। সেমিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন র্মোশেদ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাফিজুর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মাদ শামসুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল সাইকোলজি বিভাগের অধ্যাপক মাহজাবিন চৌধুরী এবং সহযোগী অধ্যাপক শাহীন চৌধুরী।
মূল প্রবন্ধে ডিউইট ম্যারিক নারীদের সেক্সুয়াল ডিসফাংশনের বিস্তারিত তুলে ধরেন। তিনি যৌনতা কেন প্রয়োজন, নারীদের মধ্যে কি কি কারণে যৌন অনীহা দেখা দিতে পারে, কিভাবে যৌন সর্ম্পক আরো আনন্দময় হতে পারে সেসব বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর প্রাণবন্ত প্রশ্নোত্তর ও প্যানেল অব এক্সপার্টদের আলোচনা অনুষ্ঠিত হয়।
সেমিনারটির আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস।