মানসিক স্বাস্থ্য সহয়তা কেন্দ্র মাইন্ডসেট সাইকোথেরাপী অ্যান্ড কাউন্সেলিং সেন্টার এর উদ্যোগে “শরীরের উপর দুঃশ্চিন্তার প্রভাব ও এর বিজ্ঞানসম্মত প্রতিকার ও প্রতিরোধ” বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গ্রীণরোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে গতকাল মঙ্গলবার (২৮ মে) সেমিনারটি অনুষ্ঠিত হয়।
মাইন্ডসেট সাইকোথেরাপী অ্যান্ড কাউন্সেলিং সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক এবং কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট ফৌজিয়া শারমীন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. চিরঞ্জীব বিশ্বাস।
ডা. চিরঞ্জীব বিশ্বাস তার আলোচনায় শরীরের উপর দুঃশ্চিন্তার প্রভাব ও এর বিজ্ঞানসম্মত প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন।
প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন এর সভাপতিত্বে সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের কলমযোদ্ধা ও সাহিত্যিক মোহাম্মদ এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ রশিদুল হক।
অতিথিরা সকলেই মানসিক স্বাস্থ্য বিষয়ের গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মাইন্ডসেট সাইকোথেরাপী অ্যান্ড কাউন্সেলিং সেন্টার এর ভূয়সী প্রশংসা করেন।
সেমিনারে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মূল আলোচক এবং অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।