বাড়ির থেকে অফিসেই বেশি ভালো থাকেন মহিলারা!

0
19

অফিসে সারা দিনের খাটাখাটনির পর কতক্ষণে বাড়ি যাব, এই চিন্তায় ডুবে থাকেন বেশিরভাগ মানুষই। কিন্তু সাম্প্রতিক সমীক্ষা বলছে উলটো কথাই। বাড়ি নয়, বরং অফিসেই ভালো থাকেন অনেক মানুষ। বিশেষ করে মহিলারা জানিয়েছেন যে বাড়ির থেকে অফিসেই বেশি হালকা মনে থাকেন তাঁরা।
পেন স্টেট ইউনিভার্সিটি এক সপ্তাহ ধরে মোট ১২২ জন মহিলার ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে আসে। দেখা গিয়েছে অফিসের তুলনায় বাড়িতে থাকাকালীন বেশি মাত্রায় করটিসোল যা স্ট্রেস হরমোন নামে পরিচিত, মহিলাদের মধ্যে নিঃসরণ হয়েছে। তবে বেশিরভাগ পুরুষরা কিন্তু অফিসের তুলনায় বাড়িতেই ভালো থাকেন।
দেখা গিয়েছে ওয়ার্কিং মাদাররাই বাড়ির তুলনায় অফিসেই বেশি ভালো থাকেন। তুলনায় বাড়িতে যাদের কাজ কম বা যারা একলা থাকেন তাঁরা কিন্তু দিনের শেষে বাড়ি আসতেই বেশি পছন্দ করেন।
তথ্যসূত্র: এই সময়

Previous articleবয়স্কদের উপর নির্যাতন বলতে কী বোঝায়?
Next articleচারটি প্রশ্নেই শনাক্ত করা যায় অবসাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here