মহিলাদের অবসাদ বলতে কি বোঝায়?
মহিলাদের, তাদের জীবদ্দশায়, অনেকগুলো জৈবিক দশার মধ্যে দিয়ে যেতে হয়। বয়ঃসন্ধি, গর্ভাবস্থা, মাতৃত্ব, রজঃ পরবর্তী অবস্থা এবং বৃদ্ধাবস্থা। প্রত্যেকটি দশা হল নিজ নিজ মহিমায় যথেষ্ট বিপর্যস্ত-কারি। কোন কোন ক্ষেত্রে, এই সকল দশা এমন কিছু শারীরিক উপসর্গের উদ্রেক ঘটায় যা দীর্ঘস্থায়ী হয়। এই উপসর্গের সাথে মানিয়ে নেবার প্রচেষ্টা নারীদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে যা মানসিক অবসাদ বা উদ্বিগ্নতা জড়িত ভারসাম্ম্যহীনতায় রূপান্তরিত হয়। এটা দেখা গেছে যে পাঁচ জনের মধ্যে একজন মহিলা তাদের জীবনের ভিন্ন ভিন্ন দশায় মানসিক অবসাদের শিকার হন।
কিছু কিছু কারণ যা মহিলাদের মানসিক অবসাদের দিকে ঠেলে দেয় তা হল –
- ঋতুচক্র কালীন পরিবর্তন এবং তার আনুষঙ্গিক উপসর্গ, রজঃ পূর্ব লক্ষণ, রজঃ নিবৃত্তি
- যৌনতা ও শারীরিক গঠনের পরিবর্তন
- মতামত পোষণের স্বাধীনতা হীনতা (পিতা, মাতা, স্বামী, শ্বশুর ও শাশুড়ি দ্বারা নিয়ন্ত্রিত)
- কর্মসংস্থান, বিবাহ বা স্থানান্তরণের কারণে জীবনযাত্রার পরিবর্তন
- বৈবাহিক সমস্যা যেমন বিবাহ বিচ্ছেদ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অথবা বনিবনা না হওয়া
- পূর্ববর্তী কোন অবসাদের ঘটনা, প্রসব পরবর্তী (post partum) অবসাদ
- সামাজিক অসহযোগিতা
- অপ্রত্যাশিত গর্ভ করণ, গর্ভ পাত বা গর্ভ ধারণের জটিলতা
- অতিরিক্ত দায়িত্বভারে জর্জরিত থাকা বা একাকী সন্তান প্রতিপালনের দায়িত্ব
- শারীরিক ও মানসিক অত্যাচার জনিত মানসিক আঘাত