বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট শাখা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের যৌথ উদ্যোগে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৬ অক্টোবর) এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অলোচনা সভায় সভাপতি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মহিউদ্দীন এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন সিওমেকের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েল।
‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের রেজিস্টার ডা. মোঃ মাহমুদুল হাছান ও ফেইজ-বি রেসিডেন্ট ডা. মোঃ জসিম উদ্দীন। বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ শেষে প্রতিপাদ্যের বিষয় এবং সচরাচর সম্মুখীন হওয়া মানসিক রোগসমুহের উপর আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তাররা।
আজকের এই আলোচনা সভায় মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী সহ উপজেলার সকল স্তরের কর্মকারী ও কর্মকর্তা বৃন্দ উপস্তিত ছিলেন।