বিষণ্ণতা নাকি সাময়িক মন খারাপ; বুঝবেন যেভাবে

0
101
বিষণ্ণতা নাকি সাময়িক মন খারাপ; বুঝবেন যেভাবে

জীবনে চলার পথে প্রতিদিন নানান পরিস্থিতির মুখোমুখি হয় মানুষ। কিছু আমাদের আনন্দ দেয়, কিছু ঘটনায় আমাদের মন খারাপ হয়। ভালো মন্দ সকল ঘটনার সঙ্গে মানিয়ে নিয়ে চলার পথে সামনে এগিয়ে যাওয়াই জীবনের মুল লক্ষ্য হওয়া উচিত।

জীবনে না পাওয়ার কষ্টগুলো যে পুষিয়ে যাবে তা সবসময় নাও হতে পারে। কিছু আকাঙ্ক্ষা অতৃপ্তই রয়ে যেতে পারে। এই অতৃপ্তিগুলোই তৃপ্তির স্বাদ বাড়ায়। তবে সেই মন খারাপ কিংবা অতৃপ্তিগুলো যদি বিষণ্ণতায় পরিণত হয় তবে বাঁধবে বিপত্তি।

সাধারণ মন খারাপ ও বিষণ্ণতার মধ্যকার তফাৎ সম্পর্কে নিচে তুলে ধরা হল:

তফাৎ কোথায়?
মন খারাপকে অনেকেই বিষণ্ণতার সঙ্গে মিলিয়ে ফেলেন। এটা ঠিক যে মন খারাপ বিষণ্ণতার অংশ যা মানসিক অস্বস্তি, আক্ষেপ, হীনমন্যতা ‍সৃষ্টি করে ক্রমে। তার মানে এই নয় যে মন খারাপ হলেই আপনি বিষণ্ণতায় নিমজ্জিত।

মন খারাপ হল সাময়িক আবেগতাড়িত পরিস্থিতি যা কোনো ঘটনার প্রেক্ষিতে দেখা দেয়। আবার তা কিছু সময় পরে হারিয়ে যায়। সেই ঘটনা মনে পড়লে হয়ত আবার মন খারাপ হতে পারে, তবে সেই অনুভূতি সবসময় থাকে না।

অপরদিকে বিষণ্ণতা কোনো কারণ ছাড়াই মনকে ছেয়ে ফেলে এবং লম্বা সময় আপনার মানসিক অবস্থাকে বিশৃঙ্খল করে দেয়। শুধু মানসিক নয়, শারীরিক ক্ষতিও করে এই বিষণ্নতা।

চেনার উপায়
বিষণ্ণতার নানা রূপ থাকে। মন খারাপ তাদের মধ্যে একটি। বিষণ্ণতার কারণে আপনার শারীরিক অবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ে, জীবনের আশা আকাঙ্ক্ষাগুলো তুচ্ছ মনে হয়। দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো করতে গিয়ে তাল হারিয়ে যাচ্ছে এমন মনে হতে পারে। মন খারাপ থাকলেও এমন অনুভূতি হয়, তবে তা সাময়িক।

যেকোনা বিরূপ পরিস্থিতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সমস্যার শিকড় খুঁজে বের করা। কোন বিষয়টা আপনার জীবনের অগ্রযাত্রাকে আটকে রেখেছে তা খুঁজে বের করা।

প্রচণ্ড মন খারাপ: সব বয়সের মানুষেরই মন খারাপ হয়। যে কারণে মন খারাপ সেই কারণ থেকে মনযোগ সরিয়ে নিলে আবার মন স্বাভাবিক হয়ে যায়।

তবে বিষণ্ণতার ক্ষেত্রে তা সম্ভব নয়। কারণ এর কোনো নির্দিষ্ট কারণ নেই, তাই মনযোগ সরানোর মতো কোনো বিষয়ও নেই। বিষণ্ন মানুষ প্রচণ্ড দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন, কোনো কাজে শৃঙ্খলা ধরে রাখতে কষ্ট হয়। দীর্ঘ সময় এই নেতিবাচক মানসিকতা ঘিরে থাকায় জীবন কিংবা কাজের প্রতি ইতিবাচক মনোভাব হারিয়ে যায়।

কারণ ছাড়াই মন খারাপ: সাধারণ মন খারাপের পেছনে সবসময় একটা কারণ থাকবে। আপনি জানবেন কেনো আপনার কিছু ভালো লাগছে না। তবে বিষণ্নতার ক্ষেত্রে হঠাৎ করেই একরাশ নেতিবাচক ভাবনা আর অনুভূতি আপনাকে ঘিরে ফেলে যার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না।

কাজের ক্ষতি: মন খারাপ হলে কাজ থেমে থাকে না বরং অনেকসময় গতি বেড়ে যায়। কারণ মনযোগ অন্যদিকে ঘোরানোর জন্য মানুষ মন খারাপের সময় কাজে ব্যস্ত হতে পারে। আবার মন খারাপের কারণটা সমাধান করতেই হয়ত কাজটা ভালোভাবে করার জেদ চেপে বসে। একসময় মন খারাপের কারণটা আর মাথায় থাকে না কিংবা কারণটাই সমাধান হয়ে যায়।

তবে বিষণ্ণতা আপনাকে নির্জীব করে ফেলে, সঠিকভাবে চিন্তার ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং সহজ কাজেও তখন খেই হারিয়ে যায়। বিষণ্নতায় আক্রান্ত মানুষের কাছে যেহেতু জীবনের সবকিছুই মূল্যহীন তখন হাল ছেড়ে দেওয়াকেই সঠিক পথ মনে হয়।

বন্ধুদের প্রতি আগ্রহ হারানো: মন খারাপ থাকলে মানুষ পরিচিত মানুষের সঙ্গ খোঁজে। তবে বিষণ্নতায় সেই মানুষগুলোকেই এড়িয়ে চলতে চায়। মানুষের মন তখন এতটাই নেতিবাচকতায় ভরে যায় যে, সে নিজেকে সবার থেকে আলাদা করে ফেলতে চায়। আর এতে হতাশাগ্রস্ততা আরও বাড়তে থাকে।

মেজাজের ঘন ঘন পরিবর্তন: মন খারাপ হলে মন মেজাজ খিটখিটে হয়, ক্ষমাসুলভ মানসিকতা থাকে না। বিষণ্ণতায় এই সব কিছুই আরও তীব্রমাত্রায় ঘটে। মানসিক অস্বস্তি, বিরক্তি হয় তার নিত্যসঙ্গী। রাগ যেন হয় বারুদের মতো। আর সামান্য ঘটনাই তার জন্য হয় আগুনের ফুলকি।

মনযোগ নেই কোথাও: মন খারাপের কারণ জানা নেই, জীবনের কোনো কিছুতেই আগ্রহ নেই। এমন যখন পরিস্থিতিতে কোনো কাজে আপনার মনযোগ না আসাই স্বাভাবিক, কারণ সবকিছুই আপনার কাছে মূল্যহীন।

মন খারাপ আর বিষণ্ণতার মধ্যে হয়ত একটা যোগাযোগ আছে। তবে প্রথমটার চাইতে দ্বিতীয়টা অনেক বেশি সমস্যা সৃষ্টি করে। তাই মন খারাপের আসল কারণ খুঁজে বের করা জরুরি। আর সেই অনুযায়ী পদক্ষেপ নিলে জীবন হবে সুন্দর।

মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

online shopping for replica watches.supply best quality https://www.reallydiamond.com.buy hot sale fake omega for sale.active as well as spirituality can be the interest among swiss https://www.vibratoringtoy.com/.https://cartavape.com with fast shipping worldwide and 1 year warranty on all watches.inside the high-ranking watch field,crrreplica.ru rolex has a special situation.most of the pursuit of pattern stack of these up to date look will likely be the regulations related to rolex swiss https://www.jerseys.to/.manoloblahnikreplica.ru for sale is constantly led by superior quality.replica collection that features the best www.philipppleinreplica.ru available on the market available online at low prices.
Previous articleআমি নিঃসঙ্গতা দূর করতে চাই
Next articleক্যাপগ্রাস সিনড্রোম: অপরকে সন্দেহ করার রোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here