করোনা মহামারি ও নয়া স্বাভাবিকতা নিয়ে মনের খবর অক্টোবর সংখ্যা প্রকাশিত

0
148
করোনা মহামারি ও নয়া স্বাভাবিকতা নিয়ে মনের খবর অক্টোবর সংখ্যা প্রকাশিত
দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর অক্টোবর সংখ্যা। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- করোনা মহামারি: নয়া স্বাভাবিকতা ও মানসিক স্বাস্থ্য । এবারের ম্যাগাজিনে মহামারি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।

যা রয়েছে “মনের খবর” অক্টোবর সংখ্যায়–

“করোনা মহামারিতে অভিযোজন: নয়া স্বাভাবিকতায় মানিয়ে নেয়া”-শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন  সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল হাসনাত সজীব

“করোনা সংকটে কেমন হবে আগামী জীবন”-শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্রগ্রাম মেডিক্যাল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. পঞ্চানন আর্চায্য

করোনায় স্বজনহারাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কার্যক্রম বিষয়ে বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ এর সাথে আলাপচারিতা।

ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ মানসিক রোগ বিভাগে লিখেছেন “অবরুদ্ধ জীবনে বেড়েছে মানসিক রোগের প্রকোপ” শিরোনামে।

”শিশুর মানসিক চাপ: করণীয়” শিরেনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহকারি অধ্যাপক ডা. সাইফুন নাহার সুমি

“নতুন দিনে নতুন জীবন: কিভাবে সহনশীল হতে পারি” শিরোনামে সমসাময়িক বিভাগে লিখেছেন ফরিদপুর মেডিক্যাল কলেজ এর মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মেজবাউল খাঁন ফরহাদ

তারকার মন বিভাগে রয়েছে বিশিষ্ট রন্ধন বিশারদ উম্মাহ্ মোস্তফা এর সাথে আলাপন।

“যুগে যুগে যত মহামারি” শিরোনামে যুগে যুগে বিভাগে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট ডা. কৃষ্ণ রায় এর লেখা।

মনস্তত্ত্ব বিভাগে জওহরলাল নেহেরু’কে নিয়ে লিখেছেন ডা. ফাহিম আহসান আল রশিদ

“করোনা মহামারির প্রভাবে মানসিক স্বাস্থ্যের সংকট”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন

মহামারির সঙ্গে অভিযোজন ও মন বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেনস্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম রিজওয়ান, মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারুক আবদুল্লাহ, অভিনেতা মামুনুর রশীদ, সাইকোলজিস্ট ফারাজানা ফাতেমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শবনম আযীম এবং গণমাধম্যম কর্মী আজিজুল পারভেজ।

দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

এছাড়াও মনের খবর মার্চ সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “পরির্বতিত পরিস্থিতিতে নিজেকে কীভাবে খাপ খাওয়াবেন” শিরোনামে মাহজাবিন শান্তা’র লেখা।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleআমাকে তোমার মনের কথা বলতে পারো
Next articleআশাবাদী মনোভাব দীর্ঘায়ু প্রদান করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here