‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩’ উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং উপজেলা ও বিভাগীয় পর্যায়ে চিকিৎসা সেবার সমন্বয় বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকবৃন্দ ও সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ১০ অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ বছরের মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার।’