জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিষ্ট্রার মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুনের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এবং জাতীয় মানসিসক স্বাস্থ্য ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীদের সকল কর্মসূচীতে সাথে থাকার আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সহ চিকিৎসকদের অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দ।
আজ (২১ নভেম্বর) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত সংহতি প্রকাশ সমাবেশে যোগ দিয়ে তারা এই আশ্বাস প্রদান করেন।
সমাবেশে বক্তারা সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ডা. মামুন এর গ্রেফতারকে অন্যায় এবং দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ডা. আবদুল্লাহ আল মামুন এর মুক্তি না দিলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
সংহতি প্রকাশ সমাবেশে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা.আ ম সেলিম রেজা, বিএমএ’র দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, বিএমএ ‘র কার্যকরী কমিটির সদস্য ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, এফডিসিআর এর উপদেষ্ট ডা. আব্দুর নুর তুষার, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকঃ ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটি প্রটেকশন ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক ডা. গোলাম রব্বানী সহ অসংখ্য চিকিৎসক নেতা এবং চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সংহতি সমাবেশে যোগদানের জন্য সকল চিকিৎসক সংগঠন এবং চিকিৎসকদের ধন্যবাদ জানান বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এবং বিএপি এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।
অন্যান্য সকল চিকিৎসক পেশাজীবী সংগঠনের সাথে আলোচনা করে দ্রুতই লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ডা. তারিকুল আলম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংহতি সমাবেশ শেষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিএপি নেতাদের সাথে স্বাচিপ, বিএমএ সহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দের বৈঠক চলছে।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে