রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে স্টুডেন্ট কাউন্সেলিং কর্নার ও ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) রমেকের ৭ নং ওয়ার্ডে এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সারওয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মঞ্জুরুল করিম প্রিন্স, রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ। উপস্থিত সকলে তাদের বক্তব্যে মনোরোগবিদ্যা বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মতিন। তিনি তার বক্তব্যে বিভাগের সকল সাইকিয়াট্রিস্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অতিথিদের অভিনন্দন জানান।