যৌন জীবনে প্রভাব ফেলে পোষা বিড়াল!

0
97
যৌন জীবনে প্রভাব ফেলে পোষা বিড়াল!
যৌন জীবনে প্রভাব ফেলে পোষা বিড়াল!

সাম্প্রতি জার্নাল অব ইভোলিউশনারি সাইকোলজিতে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, বিড়ালের প্রভাবে মানুষের যৌনতার অভ্যাস পরিবর্তিত হয়ে যেতে পারে! এক্ষেত্রে মূলত দায়ি বিড়ালের মস্তিষ্কের ‘টক্সোপ্ল্যাজমা গন্ডি’ নামে এক ধরনের পরজীবী। আর এটি যে রোগের সৃষ্টি করতে পারে তার নাম টক্সোপ্ল্যাসমোসিস।
কী হয় এ রোগের প্রভাবে? এমন প্রশ্নের জবাবে গবেষকরা জানান, এ রোগের প্রভাবে মানুষের যৌন অভ্যাসের রীতিনীতি পাল্টে যেতে পারে। সহিংসতা ও বিপদের সঙ্গে সঙ্গেও যৌনতার কামনা তৈরি হতে পারে ভুলভাবে। আর এই গবেষণাটির জন্য গবেষকরা স্লোভেকিয়া ও চেক রিপাবলিকে ৩৬ হাজারেরও বেশি মানুষের উপর পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ শেষে গবেষকরা জানান, এ রোগে আক্রান্ত হওয়ার ফলে কোন কোন মানুষের মধ্যে সঙ্গীর প্রতি আকর্ষণের মাত্রা অধিক বেড়ে যায়। তবে কোন কোন ক্ষেত্রে আবার সহিংসতা বা অনৈতিক ধর্ষণকর্মের প্রবণতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রক্ত পরীক্ষার মাধ্যমেই টক্সোপ্ল্যাসমোসিস রোগটি নির্ণয় করা সম্ভব।

Previous articleপুরুষদের চেয়ে নারীরাই বেশি দুশ্চিন্তা করে: গবেষণা
Next articleনামের পাশে ‘ডাক্তার’ ও ‘ডিগ্রি’ লিখতে লাগবে বিএমডিসির অনুমোদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here