করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে
মহামারি নভেল করোনাভাইরাসের আঘাতের শুরুর দিকে পৃথিবীর অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের তরুণেরাও একে অপরের সহযোগিতায় এগিয়ে এসেছিল। সামাজিক দূরত্ব বজায় রাখতে চেষ্টার কোনো কমতি ছিল না।
কিন্তু মহামারি যত ভয়াবহ আকার নিচ্ছে, মার্কিনিদের মানসিক অবস্থা তত অবনতি হচ্ছে। ১৮ থেকে ২৪ বছর বয়সী মার্কিন তরুণ-তরুণীর চারজনের একজনই আত্মহত্যার চিন্তা মাথায় এনেছেন। এ নিয়ে সম্প্রতি একটি জরিপ চালিয়েছে দেশটির সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। ওই জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।
গত ২৪ থেকে ৩০ জুন এ সময়ের মধ্যে পাঁচ হাজার ৪১২ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির অভিজ্ঞতা শুনে এমন তথ্য দিয়েছে সিডিসি।
জরিপ শেষ হওয়ার আগের ৩০ দিনের মধ্যে মার্কিন জনসংখ্যার ১১ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা ভেবেছেন। তাঁদের মধ্যে কৃষ্ণাঙ্গের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। আত্মহত্যাপ্রবণদের ১৯ শতাংশ হিসপ্যানিক আর ১৫ শতাংশ কৃষ্ণাঙ্গ বলে উল্লেখ করা হয়েছে।
গত বছরের একই সময়ের চেয়ে এবার মার্কিনিদের মানসিক অস্থিরতা তিন গুণ বেড়ে গেছে। জরিপের ফল বলছে, যুক্তরাষ্ট্রে আগের চেয়ে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। করোনা পরিস্থিতির কারণেই এমনটি হয়েছে, তা অনেকটাই নিশ্চিত।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় এক লাখ ৭১ হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৭৬ হাজার ২৬৬ জন।
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন:সুস্থ থাকুন সর্তক থাকুন