বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

0
35
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ৭ অক্টোবর সকাল ৮:৩০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানটির শিরোনাম ছিলো, “গর্ভাবস্থায় অ্যান্টিসাইকোটিক ব্যবহার এবং শিশুদের মধ্যে নির্দিষ্ট নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এবং শেখার অসুবিধার ঝুঁকি: একটি বহুজাতিক কোহর্ট স্টাডি”। এতে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা. মোহাম্মদ কবির হাসান পারভেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খান এবং বিশেষ অতিথি ছিলেন ব্রিগে.জে. মো. গোলাম ফেরদৌস, অধ্যাপক ডা. জিম্মা হোসেইন, অধ্যাপক ডা. আব্দুল হান্নান মিয়া, ও ডা. মোঃ জাকিউল ইসলাম।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এর পর স্বাগত বক্তব্য দেন ডা. মোহাম্মদ কবির হাসান পারভেজ। এরপর ডা. নুসরাত জাহান তানজিলা জার্নাল ক্লাব উপস্থাপনা করেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ কবির হাসান পারভেজ। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বিষয়ক উপস্থাপনা করেন ডা. দিল মো. সাজ্জাদুল কবির সবুজ। অনুষ্ঠানটিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ডা. আকিদা খানম শান্তা।

অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্ব এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে সমাপনী বক্তব্য দেওয়া হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠান পরবর্তী সময়ে একটি র‍্যালী অনুষ্ঠিত হয় এবং শান্তির প্রতিক কবুতর উড়ানোর মাধ্যমে র‍্যালীর সমাপ্তি ঘটে।

আরও দেখুনঃ

Previous articleআমার সবদিকটা বন্দী জীবন
Next articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে নওগাঁ মেডিকেল কলেজে বিশেষ আয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here