আপনার যেসব সমস্যা হচ্ছে, সেসব আসলে রোগের জন্যই হচ্ছে। আপনি কি দীর্ঘদীন যাবত একইভাবে ওষুধ চালিয়ে যাচ্ছেন? এটা বোধ হয় আপনার জন্য আরো ভালো হয়নি। আপনি যদি ঢাকায় থাকেন তবে বলবো, সরাসরি দেখা করুন। আর ঢাকার বাইরে থাকলে আপনার কাছাকাছি কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। প্যানিক ডিজঅর্ডারের চিকিৎসায় ওষুধের পাশাপাশি কিছু জরুরি পরামর্শ দরকার হয়। আশা করি সঠিক চিকিৎসা নিয়ে আপানি ভালো থাকবেন এবং আপনার প্রতিদিনের কাজ যথাযথভাবে করতে পারবেন।
নিচের লিংকটি পড়ুন-https://monerkhabor.com/mental-health/2015/08/24/2104/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%8f%e0%a7%9c%e0%a6%bf/[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর। চেম্বার তথ্য – ক্লিক করুন