বর্তমান বিশ্বে প্রতিনিয়ত আমাদের কোন না কোন দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। সেই দুর্যোগ কখনো প্রাকৃতিক বা কখনো মানবসৃষ্ট দুর্যোগ।
প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমাদের সবারই কম-বেশি ধারনা আছে, কিন্তু মানবসৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক থেকে ভিন্নভাবে ঘটে থাকে। আর এ মানবসৃষ্ট দুর্যোগ বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই প্রযুক্তিগত ক্রটির কারণে ঘটছে।
বর্তমান বিশ্ব একরকম পুরোটাই প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। পরিবেশের উপর ও এ প্রযুক্তির প্রভাব বিস্তার করছে। যেকোন ধরনের সমস্যা, বিপদ এর সমাধান আমরা প্রযুক্তির মাধ্যমে সমাধানের চেষ্টা করি। আধুনিক জীবন যাত্রার উন্নয়ন, রোগ ব্যাধির চিকিৎসা, নতুন কোন কিছুর আবিষ্কার ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তি এখন অনেক বড় ভূমিকা পালন করছে। কিন্তু অনেক সময় প্রযুক্তির এই ত্রুটির কারণে ঘটে যায় বড় কোন দুর্যোগ তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আর সে সমস্যাগুলো অর্থনৈতিক আবার শারীরিকের সাথে মানসিক সমস্যার সৃষ্টি করে থাকে।
যোগাযোগ ব্যবস্থার কোন দুর্ঘটনা রাস্তা বা ব্রীজ ভেঙে পড়া আবার কখনো বাঁধ ভেঙে পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়া এসব মানবসৃষ্ট দুর্যোগ হঠাৎই ঘটে যায়,যার ফলে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারে না, বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়, তখন কারো মাঝে দেখা দিতে পারে মানসিক কোন সমস্যা। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা আগে থেকেই পূর্বাবাস পায়,কিন্তু মানবসৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে আমরা আগে থেকে কোন পূর্বাবাস পায় না। যার ফলে কোন ব্যবস্থাও নেয়া যায় না। কোন কেমিক্যাল ফ্যাক্টরির বিস্ফোরণ, কখনো ঘটে যায় বিমান দূর্ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা ইত্যাদি এসব প্রযুক্তিগত ত্রুটির কারণে যে দুর্যোগের সৃষ্টি হয় তার রূপ অনেকটাই ভয়াবহ।
এসব ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা যে সহজেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তা ভাবা যায় না। শারীরিকের সাথে মানসিক নানান সমস্যার সৃষ্টি হয়। কেউ কেউ দুর্যোগ নিয়ে বার বার দুঃস্বপ্ন দেখে, ভয়ে ঘুমাতে পারে না, উদ্বিগ্নতা, অস্থিরতা, হতাশা কারো মাঝে খিট খিটে স্বভাব ইত্যাদি অস্বাভাবিক আচরণের প্রকাশ পায়। মানবসৃষ্ট প্রযুক্তির কারণে ঘটে যাওয়া এসব দুর্যোগের প্রভাবে অস্বাভাবিক আচরণ কারো মধ্যে স্থায়ীভাবে থেকে যায়,তখন তাদের জীবন বিষাদময় হয়ে পড়ে। এসব দুর্যোগের প্রভাবে দীর্ঘমেয়াদী মানসিক সমস্যার সৃষ্টি হয়।
মানবসৃষ্ট দুর্যোগের প্রভাবে এর ভয়াবহতা অনেকটা কম দৃশ্যমান। কিন্তু মানসিক চাপের সৃষ্টির জন্য অনেক বড় কারণ। দুর্যোগ পরবর্তী অবস্থায় মানসিক ব্যাধি, আকস্মিক ভয়, হতাশা, উদ্বেগ, দুঃস্বপ্ন ইত্যাদি সমস্যাগুলোর জন্য তখন কোন মনোচিকিৎসক এর সেবা নেয়া জরুরি হয়ে পড়তে পারে। মানবসৃষ্ট দুর্যোগের প্রভাবে মানসিক ব্যাধির সাথে মানুষের মধ্যে সামাজিক কখনো দেশভেদে রাগ, ক্ষোভ, দ্বন্দ্ব ইত্যাদি বেড়ে যায়। আর এসব মানবসৃষ্ট দূর্যোগ সচেতনতা ও সাবধানতা ছাড়া এড়ানো সম্ভব নয়।
লিখেছেন: সৈয়দা মুমতাহিনাহ্ সোনিয়া
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন