[int-intro] ময়মনসিংহের ফুলপুরে তাঁর জন্ম। দেশের গণ্ডি ছাড়িয়েছেন গানে গানে । দেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থানকারী এই গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। সম্প্রতি পরলোক গমনকারী প্রবল জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর গাওয়া অধিকাংশ গানের গীতিকার তিনি। মনের খবর- এর সাথে তিনি কথা বলেছেন নিজের মন, নিজের গান ও সাম্প্রতিক নানা প্রসঙ্গ নিয়ে। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলা একাডেমিতে আলাপ হলো এই গানের মানুষটির সাথে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুন মিজানুর রহমান। [/int-intro]
[int-quote]মানুষের জন্য গান প্রয়োজন, কারণ আত্মার নিঃসঙ্গতা দূর ও হৃদয়ের সঙ্গ দানের জন্য গান প্রয়োজন। ভালোবাসাকে উস্কে দেওয়ার জন্যও গান প্রয়োজন। গান আত্মাকে পরিশুদ্ধ করে, দেহ-মনকে পরিশীলিত করে এবং বিবেককে শানিত করে।[/int-quote]
[int-qs]কেমন আছেন?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]আমি ব্যক্তিগতভাবে ভালো থাকি না রাষ্ট্র ও সমাজ নিয়ে। আমি চিরকুমার, স্বাভাবিকভাবেই আমার কিছুটা ভালো থাকার কথা, কিন্তু সমাজ নিয়ে ভাবতে গিয়ে ভালো থাকি না। সমাজে মানুষ অধিকার থেকে বঞ্চিত হলে, অন্যায়-অবিচার হলে, শিশু হত্যা হলে, ধর্ষন হলে, গুম হলে, বিচার বহির্র্ভূত হত্যাকাণ্ড হলে সেই সমাজে ভালো থাকা যায় না।[/int-ans]
[int-qs]ভালো থাকার জন্য কী করা উচিত বলে মনে করেন?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]মানুষ সামাজিক জীব। মানুষকে ভালো থাকতে হলে পৃথিবীকে ভালো রাখতে হবে, পৃথিবীকে বসবাসের উপযোগী রাখতে হবে। পৃথিবী যদি বেঁচে থাকার অনুকূলে না থাকে, শান্তি স্থাপনে সহায়ক না হয়, মানবিক না হয়, সেই পৃথিবীতে ভালো থাকা কঠিন। এখানে ভালো থাকা মানে সত্যকে আড়াল করা, উটের মতো বালিতে মুখ গুঁজে থাকা।[/int-ans]
[int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]আমি জেগে থেকেই স্বপ্ন দেখি। সেই স্বপ্ন দেখি, যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। আমি একটাই স্বপ্ন দেখি, এমন একটি সমাজ গঠন হবে, যেখানে মানুষ মানুষকে প্রতারিত করবে না, হত্যা করবে না। মানুষ বসবাস করবে ন্যায় ও সত্যের পথে।[/int-ans]
[int-qs]মন খারাপ হয়?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]হ্যাঁ, হয়।[/int-ans]
[int-qs]কি কি কারণে মন বেশি খারাপ হয়?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]আমার মন খারাপ হয় নিজের সীমাবদ্ধতার জন্য, অজ্ঞতার জন্য, উদারতার জন্য, আচরণের নীচুতার জন্য।[/int-ans]
[int-qs]স্মৃতিকাতরতায় ভুগেন?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]কিছুটা ভুগি। অনেক সময় অতীতের নানা স্মৃতি আমাকে তাড়িত করে। যে ভালো দিন হারিয়ে ফেলেছি, সেসব সোনালি দিনের কথা মনে হয়। হারানো দিনগুলোকে যে অর্থবহ করতে পারিনি, অমূল্যবান কাজে মূল্যবান সময় ব্যয় করেছি, সে জন্য অনুশোচনা হয়।[/int-ans]
[int-qs]গান কীভাবে মনকে সতেজ রাখে?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]সুর ঐশ্বরিক। সুরের মধ্য দিয়ে আত্মার সাথে ঐশ্বরিক বন্ধন সৃষ্টি হয়। এই ঐশ্বরিক বন্ধন যখন হৃদয়কে আলোড়িত করে, তখন মন সতেজ হয়।[/int-ans]
[int-qs]ভালো গান করতে হলে মনকে কীভাবে প্রস্তুত করতে হবে?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]ভালো গান করার জন্য বাইরের কিছু দিয়ে প্রভাবিত হওয়া যাবে না। বাইরের ঝড়-বৃষ্টি-শীত-রোদ আমাকে প্রভাবিত করতে পারে না। আমি ভেতরের প্রকৃতি দিয়ে লেখা প্রস্তুত করি। উন্নত গানের জন্য মনকে তাগাদা দিই।[/int-ans]
[int-qs]মানুষের জন্য কেন গান প্রয়োজন?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]মানুষের জন্য গান প্রয়োজন, কারণ আত্মার নিঃসঙ্গতা দূর ও হৃদয়ের সঙ্গ দানের জন্য গান প্রয়োজন। ভালোবাসাকে উস্কে দেওয়ার জন্যও গান প্রয়োজন। গান আত্মাকে পরিশুদ্ধ করে, দেহ-মনকে পরিশীলিত করে এবং বিবেককে শানিত করে।[/int-ans]
[int-qs]হতাশায় আপনার শক্তির উৎস কী?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]অদৃশ্য জায়গা থেকে আমি শক্তি পাই। ভেঙে পরা জায়গা বোধের জায়গা দিয়ে পুনরুদ্ধার করতে চাই। ধ্বংস থেকে বাঁচার জন্য আমি বইয়ের আশ্রয় নিই।[/int-ans]
[int-qs]গান লেখা কখন শুরু করেছিলেন এবং কীভাবে গানের সাথে জড়িয়ে গেছেন?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]এইটে বা নাইনে পড়ি যখন, তখন থেকেই গান লিখে বাংলাদেশ বেতারে পাঠানো শুরু করি। ১৯৯০ সালে বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হই, একই বছরে বাংলাদেশ টেলিভিশনেও গীতিকার হিসেবে তালিকাভুক্ত হই। ’৯০ এর ৪ আগস্ট বিটিভিতে প্রথম প্রচারিত হয় আমার লেখা গান। একই দিনে আমার দুটি গান পরিবেশিত হয় বিটিভিতে। ‘তুমি বিশ্বাসের পাহারে ঝর্ণা কেটে গেছো চলে’ গানটি গেয়েছিলেন রফিকুল আলম। আর শাম্মী আক্তার গেয়েছিলেন ‘নিন্দুকেরা যতই আমায় মন্দ বলুক’। এই দুটি গানেরই সুর করেছেন প্রখ্যাত সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ।[/int-ans]
[int-qs]আপনার জনপ্রিয় গানগুলো সম্পর্কে বলুন।[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”] চলচ্চিত্রে আমার প্রথম গান ‘মাটির ফুল’ চলচ্চিত্রে ‘সোনাদানা দামি গহনা’। মানাম আহমেদের সুরে আলম আরা মিনুর কণ্ঠে গানটি জনপ্রিয়তা অর্জন করে। ১৯৯৬ সালে প্রকাশিত হয় আমার লেখা গান নিয়ে একক অ্যালবাম ‘নিও না আমার খবর’, শিল্পী ছিলেন নীলু ইসলাম। ‘প্রেমের শরীর’ অ্যালবাম দিয়ে প্রথম ব্যাপকভাবে পরিচিতি লাভ করি। এরপর প্রকাশিত হয় মিক্সড অ্যালবাম ‘কষ্ট আমার’। একের পর এক আমার অনেক অ্যালবামই জনপ্রিয় হয়েছে। বারী সিদ্দিকীর প্রথম অ্যালবাম ‘দুঃখ রইলো মনে’। এ অ্যালবামের সবকটি গান আমি লিখেছি এবং প্রতিটি গানই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ‘অপরূপা, তুমি অপরূপা’, ‘দু চোখ আমার শত্রু হলো’, মনির খানের কণ্ঠে ‘কষ্টে আছি জেনে যদি ভালো লাগে’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘আমার কষ্টের জমিতে তোমার আঁচল দিয়ে’, ডলি সায়ান্তনীর কণ্ঠে ‘তুমি দুঃখ দিতে খুঁজে বেড়াও আমারে’, এস ডি রুবেলের কণ্ঠে ‘আমাকে দেখার মতো আয়না পেলাম না’, বেবী নাজনীনের কণ্ঠে ‘যদি পারতাম নদীর জলে জ্বালা জুড়াইতাম’, এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘আমি চাই না জ্বালা জুড়াইতে’ ইত্যাদি শ্রোতারা পছন্দ করেছেন। দেশের বাইরের শিল্পীদের মধ্যে আমার লেখা গান গেয়েছেন মিতালী মুখার্জি, কুমার শানু, অলকা ইয়াগনিক প্রমূখ।[/int-ans]
[int-qs]মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির সঙ্গে আমাদের আচরণ কী রকম হওয়া উচিত?[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]গভীর সংবেদনশীলতা দিয়ে তাকে বুঝতে হবে। তার মনকে বিশ্লেষণ করে সহমর্মিতা নিয়ে মিশতে হবে। গভীর অনুভূতি দিয়ে তাকে অনুভব করে আত্মিকভাকে তার সঙ্গে মিশতে হবে।[/int-ans]
[int-qs]আপনাকে অসংখ্য ধন্যবাদ।[/int-qs]
[int-ans name=”শহীদুল্লাহ ফরায়জী”]মনের খবরকেও অসংখ্য ধন্যবাদ।[/int-ans]