বড় ভাইয়ের মারা যাওয়ার খবর শোনার পর থেকে আমার ছোট ভাই মানসিক সমস্যায় ভুগছে

সমস্যা:
আমার ছোট ভাইয়ের বয়স ১৭ বছর। তার বড় আরেক ভাই ছিল এবং সে ভাই সড়ক দূর্ঘটনায় মারা গেছে। বড় ভাইয়ের মারা যাওয়ার খবর শুনে আমার ছোট ভাই মনে অনেক আঘাত পায়। এরপর থেকে সে মানসিক সমস্যায় ভুগছে, রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। স্বপ্নে দেখে সে মারা গেছে। তারপর থেকে সে সবসময় রাগ দেখাচ্ছে। ছোটখাটো কথাতেই রেগে যাচ্ছে। আমরা ওকে বুঝাতে পারি না। সে কোনো কথায় বুঝে না এবং দিনদিন এ সমস্যা বেড়েই চলেছে। কি করব বা কি করলে আমার ছোট ভাই আবার আগের মতো সহজ হবে, ভালো হয়ে যাবে জানতে চাই।
 
পরামর্শ:
আপনার ছোট ভাইয়ের সমস্যা শুনে মনে হচ্ছে যে সে সম্ভবত পোষ্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) অথবা Gerief Reaction রোগে ভুগছে। তবে চিকিৎসা দিতে হলে লক্ষণগুলো আরও বিস্তারিত জানতে হবে। এ রোগেরও চিকিৎসা আছে এবং ভালো হয়ে যাবে। দ্রুত নিকটস্থ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিচ্ছেন,
ডা. মহসিন আলী শাহ্‌


দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleমাধ্যমিক বিদ্যালয়ের তরুণদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা বেশি!
Next articleশিশু নির্যাতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here