আজ সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম)-এর ১৪ তম বার্ষিক কনফারেন্সের দ্বিতীয় দিন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাকাম সভাপতি অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোরশেদ, সাধারণ সম্পাদক ডা. নিয়াজ মোহাম্মদ খান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের উপ-পরিচালক ডা. তরিকুল ইসলাম, ব্যাকামের ইলেক্টেড প্রেসিডেন্ট ডা. হেলাল উদ্দীন আহমেদসহ আরো অনেকে।
সভায় বক্তারা জানান, করোনার কারণে ব্যাকামের স্বাভাবিক গতি ব্যাহত হয়েছিল। তবে মহামারী শেষে সকল বেসরকারী ও সরকারী মেডিকেল কলেজগুলোতে যেখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে , সেখানে এওয়ারনেস প্রোগ্রাম চালু করছেন। স্কুল হেলথ প্রোগ্রামিং-এর আওতায় টাংগাইল জেলার প্রতিটি স্কুলে দু’জন শিক্ষককে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করা হয়েছে।
সভা শেষে ব্যাকামের বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে