বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের অ্যালামনাইর চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠিত

0
34

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের ৪র্থ পুনর্মিলনী এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সাইন্টিফিক সেমিনারেরও আয়োজন করা হয়।

বুধবার ও বৃহস্পতিবার (২২ ও ২৩ মে) দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানটি কক্সবাজারের জলতরঙ্গ রিসোর্টে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথমদিন দুপুর ২টায় হোটেলে চেক ইন করার পর মধ্যাহ্নভোজ ও ফ্রি টাইম শেষে সাড়ে ৫টায় সাইন্টিফিক সেশনের আয়োজন করা হয়। এই সেশনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং সাইন্টিফিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। উক্ত সেশনটিতে প্রেজেন্টার হিসেবে ছিলেন ডা. আশা আক্তার, ডা. লিউজা মুবাশশারা এবং ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি। প্রেজেন্টেশনের পর পেনেল অব এক্সপার্টদের মতামত নেয়া হয়। সন্ধ্যায় ’ফোর এজিএমস্’ উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর নামাজের বিরতির পর বার্ষিক সাধারণ সভাটি শুরু হয়। সভাটি পরিচালনা করেন অ্যালামনাই অব ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি, বিএসএমএমইউ (এডোপিবি) এর বর্তমান কনভেনার এবং মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, অ্যালামনাইয়ের মেম্বার সেক্রেটারি ডা. মো. শামসুল আহসান মাকসুদ এবং সাবেক অধ্যাপক ডা. এম এ সালাম।

এরপর সভা শেষে কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রথমে বিভিন্ন প্রতিষ্ঠানের মনোরোগবিদ্যা বিভাগের প্রায় ২০ জন অবসরপ্রাপ্ত অধ্যাপককে উত্তরীয় পরিয়ে এবং প্রশংসা পত্র দিয়ে সম্মান জানানো হয়। রেসিডেন্ট ডক্টর যারা ফেইজ এ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তাদের মধ্যে দুইজনকে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টপ্রাপ্তরা হলেন ডা. সানজিদা ইয়াসমিন এবং ডা. তাসলিমা বেগম লিপি। এই অ্যাওয়ার্ডের নাম ছিল ডা. ওয়াজিউল আলম চৌধুরী অ্যাওয়ার্ড। অধ্যাপক ডা. জ্যোতির্ময় রয় চৌধুরী এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় শেখ মো. রাশেদুল ইসলাম এবং ডা. মো. রেজওয়ানকে।

ডা. মোস্তফা কামাল সৈকত এবং ডা. ফয়সাল রাহাতকে ডা. নাসির আহম্মেদ বেস্ট রেসিডেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টোটাল উপস্থিতি, টোটাল ডিপার্টমেন্টে কন্ট্রিবিউশন, অ্যাক্টিভিটি সবমিলিয়ে এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়।

ডা. এস এম ইয়াসির আরাফাতকে অধ্যাপক ডা. এম.এ. সোবহান বেস্ট সাইন্টিফিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অধ্যাপক ডা. মাসুদা খানম বেস্ট অর্গানাইজার এক্সিলেন্স অ্যাওয়ার্ডটি পান ডা. এ.এস.এম. মোরশেদ। বিভিন্ন বিষয়ে অর্গানাইজেশনে অবদানস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সাইকিয়াট্রিতে অবদান রাখার জন্য চারজন অবসরপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই চারজন হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ এস আই মল্লিক, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. শাহিদা চৌধুরী এবং অধ্যাপক ডা. হাফিজুর রহমান চৌধুরী।

পুরো লাইফ জুড়ে সাইকিয়াট্রিতে অবদান রাখার জন্য অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী এবং অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানীকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এরপর অ্যাওয়ার্ড প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক ডা. মহসীন আলী শাহ। সবশেষে সমাপনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ।

Previous articleফ্যাশন কী : মনের উপর ফ্যাশনের প্রভাব
Next article‘থাইরয়েড হরমোনজনিত রোগ- অসংক্রামক রোগ’ প্রতিপাদ্যে পালিত হয়েছে বিশ্ব থাইরয়েড দিবস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here