বিএপি’র ময়মনসিংহ বিভাগে নতুন আহ্বায়ক কমিটি গঠন

0
59
বিএপি'র ময়মনসিংহ বিভাগে নতুন আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক কমিটির অনুমোদন পত্র সম্প্রতি ঘোষণা করা হয়েছে। বিএপি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব এবং বিএপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডা. মো. নিজাম উদ্দিন-এর অনুমতিক্রমে , ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হওয়া নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।

এই কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ডা. এম আশরাফুল সিদ্দিক পাঠান, সহযোগী অধ্যাপক, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, ময়মনসিংহ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ডা. মুহাম্মদ কবির হাসান পারভেজ , সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

যুগ্ম আহ্বায়ক:

  • ডা. এনামুল হক খান

সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

  • ডা. টুম্পা ইন্দ্রাণী ঘোষ

সহকারী অধ্যাপক, শিশু, কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

সদস্য:

  • ডা. শেখ আলী ইমাম

সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, জামালপুর মেডিকেল কলেজ।

  • ডা. ফারহানা আক্তার

কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, নেক্সাস হাসপাতাল, ময়মনসিংহ।

  • ডা. দিল মোহাম্মদ সাজ্জাদুল কবির,

রেজিস্ট্রার, মনোরোগবিদ্যা বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

  • ডা. সজিব আবেদীন

মেডিকেল অফিসার (মনোরোগ বিশেষজ্ঞ), নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতাল।

  • ডা. জুরদি আদম

সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ।

  • ডা. আসিফ নেওয়াজ

মনোরোগ বিশেষজ্ঞ, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

  • ডা. আকিদা খানম শান্তা

সহকারী রেজিস্ট্রার, মনোরোগবিদ্যা বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিএপি কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব বলেন, “এই কমিটি সংগঠনের কার্যক্রম আরও জোরদার করবে এবং মনোরোগবিদ্যা চর্চায় নতুন মাত্রা যোগ করবে।”

বিএপি’র নবগঠিত ময়মনসিংহ শাখার সদস্য সচিব ডা. কবির হাসান পারভেজ, বিএপি’র ময়মনসিংহ শাখার পক্ষ থেকে বিএপি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব এবং বিএপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিনসহ অন্যান্য সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

আশা করা হচ্ছে, এই কমিটি ময়মনসিংহ বিভাগের মনোরোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে কার্যকর নেতৃত্ব প্রদান করবে এবং মানসিক স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিএপি ময়মনসিংহ বিভাগের ২০২৪-২০২৫ আহ্বায়ক কমিটি অনুমোদিত
বিএপি ময়মনসিংহ বিভাগের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি সহ অফিসিয়াল প্যড
  • বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস- এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি সহ অফিসিয়াল প্যাডটি ডাউনলোড করতে ক্লিক করুন

আরও পড়ুনঃ

Previous articleনিজের পরিবার ছাড়া অন্য কোন পুরুষ মানুষকে আমি সহ্য করতে পারি না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here