বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টসের (বিএপি) ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ এপ্রিল।
সাভারের ব্রাক সিডিএমে অনুষ্ঠিতব্য দিনব্যাপী এ বার্ষিক সভায় আলোচনার বাইরেও থাকছে গেমস, র্যাফেল ড্রসহ বর্ণাঢ্য আয়োজন।
সংগঠন সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে শুরু হবে ২৫ তম বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সাথে যুক্ত সাইকিয়াট্রিস্টসগণ সারা দেশ থেকে এই সাধারণ সভায় যোগ দিবেন।
সকাল সাড়ে ৭ টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে সংগঠনের নেতৃবৃন্দ সাভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
সাভারে সকাল দশটায় শুরু হবে মূল আলোচনা পর্ব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান।
বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টসের কোষাধ্যক্ষ ডা. অভ্রদাশ ভৌমিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী।
মানসিক স্বাস্থ্যে অবদানের জন্য দেওয়া হবে বিশেষ সম্মাননা। এছাড়া রয়েছে গেমস, র্যাফেল ড্র।