করোনাকালীন সময়ে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য বিষেয়ে ওয়েবিনার এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি)।
Child and Adolescent Mental Health during COVID-19 pandemic শীর্ষক ওয়েবিনারটি আজ (১৯ জুলাই) রবিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারে চেয়ারপার্সন হিসেবে থাকবেন বিএপি এর সভাপতি অধ্যাপক ডা.ওয়াজিউল আলম চৌধুরী। ওয়েবিনারে প্রধান অতিথি ও স্পীকার হিসেবে থাকবেন The International Association for Child and Adolescent Psychiatry and Allied Professions (IACAPAP) এর প্রেসিডেন্ট ড্যানিয়েল ফুং শুয়েং শেং। বিশেষ অতিথি ও স্পীকার হিসেবে থাকবেন ভারতের নিমহ্যানস এর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. শেখর শেষাদ্রী।
ওয়েবিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট অধ্যাপক ডা. এম এস আই মল্লিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ এর সভাপতি অধ্যাপক ডা. ফারুক আলম এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়েবিনারে ভোট অব থ্যাংকস প্রদান করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার।
- জুম মিটিং লিংক: https://hpl-bd.zoom.us/j/97850739981?pwd=QTBITGJHVnVaRWpyK29JL0lWS2t0dz09
- আইডি: 978 5073 9981
- পাসওর্য়াড: delpark
মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন