বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মিলনমেলা ‘সাইন্যাপস’। গত ১৪ ই জানুয়ারী বগুড়ার মম ইন হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই মিলনমেলায় দেশের বিপুল সংখ্যক স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে এদিন একটি বৈজ্ঞানিক সেমিনারও অনুষ্ঠিত হয়। মাদক ও বাংলাদেশের বর্তমান মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আবদুল্লাহ্ আল মামুন হোসেইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ডাঃ ফারুক আলম। তাঁর তথ্য নির্ভর প্রানবন্ত উপস্থাপনা অংশগ্রহণকারীদের মুগ্ধ করে। প্রফেসর ডাঃ ফারুক আলম দেশের বাইরে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালাগুলোতে বাংলাদেশের মনোরোগ বিশেষজ্ঞদের আরো বেশি অংশগ্রহণের আহবান জানান।
আলোচনা বিভাগে এছাড়াও বক্তব্য রাখেন পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডাঃ তন্ময় প্রকাশ বিশ্বাস, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ শাহাবউদ্দিন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ পরিতোষ কুমার ঘোষ, বর্তমান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ আবু তাহের, সাবেক বিভাগীয় প্রধান ডাঃ আলতাফ হোসেন মন্ডল, বগুড়া বিএমএর সভাপতি ও কেন্দ্রীয় বিএমএর রাজশাহী বিভাগের সহ-সভাপতি ডাঃ মোস্তাফা আলম নান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ রঞ্জন কুমার সেন, ডাঃ মোফাজ্জল হোসেন বিদ্যুৎ, ডাঃ রমজান সরকার সাজ্জাদ প্রমুখ।
আলোচনা পর্বের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে শেষ হয় সান ফার্মা আয়োজিত মনোরোগ বিশেষজ্ঞদের মিলনমেলা ‘সাইন্যাপস’।
Previous Articleমাদকাসক্তকে অপমান করা যাবে না, কেন মাদক নিচ্ছে খুঁজতে হবে
Next Article সন্তানের টিভি ও স্মার্টফোন আসক্তি কাটানোর উপায়