পরার্থপরতা নিয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের অক্টোবর সংখ্যা ২০২৪

0
25
পরার্থপরতা নিয়ে মনের খবর মাসিক ম্যাগাজিনের অক্টোবর সংখ্যা ২০২৪
দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২৪ সালের অক্টোবর সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- পরার্থপরতা । এবারের ম্যাগাজিনে পরার্থপরতা বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।

যা রয়েছে “মনের খবর” অক্টোবর সংখ্যায়–

“পরার্থপরতা: প্রয়োজনীয় না অহেতুক”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য্য

”সমাজের উন্নয়নে পরার্থপরতা” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ

”পরার্থপরতার ইতিবৃত্ত ” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মতিন

ব্যক্তিকেন্দ্রিক বিশ্বে পরার্থপরতা শিরোনামে অন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ডা. দেবদুলাল রায়

বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে স্পেশাল ব্রাঞ্চের সরকারি উপ পুলিশ পরিদর্শক মো. আলমগীর’র সাক্ষাৎকার।

“সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে”-শিরোনামে বিশেষ আয়োজন বিভাগে লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা

পরার্থপরতা কতক্ষন গ্রহনযোগ্য বা সীমানা কতটুকু শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার

পরার্থপরতার সাথে সম্পর্কিত মানসিক রোগের চিকিৎসা শিরোনামে মানসিক রোগের চিকিৎসা বিভাগে লিখেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রেদওয়ানা হোসেন

শিশুদের কেন এবং কিভাবে পরার্থপরতার জন্য প্রেরণা দেয়া যায় শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন ডা. মাহবুবা রহমান

”পরার্থপরতা এবং মাদকাসক্তির সংযোগ” শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন ডা. আসাদুল বারী চৌধুরী অমি

দাম্পত্য জীবনে পরার্থপরতার প্রভাব এবং গুরুত্বশিরোনামে যৌন স্বাস্থ্য ও সম্পর্ক বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান।

”অন্যর উপকারের মাধ্যমে মনে প্রশান্তি” শিরোনামে প্রবীন ও মন বিভাগে লিখেছেন ডা. আরেফিন জান্নাত শম্পা

”টিম স্পোর্টসে পরার্থপরতা” শিরোনামে ক্রীড়া ও মন বিভাগে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার ফারুক অনিক এবং ডা. আফরোজা আক্তার

কর্মক্ষেত্রে মানুষের সাথে পরার্থপরতার মাধ্যমে ভালো সম্পর্ক স্থাপন শিরোনামে পেশা ও মন বিভাগে লিখেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানা হাবীবা।

“পরার্থপরতায় কমে মানসিক চাপ”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন ডা. ফয়সাল রাহাত

মনস্তত্ত্ব বিভাগে ”পরার্থপরতা ও মনোবিজ্ঞান: সিগমুন্ড ফ্রয়েড’’কে নিয়ে লিখেছেন ডা. মনিশংকর বালা

মানুষ কখন অন্যার উপকারে আগ্রহী হয়? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।

এছাড়াও মনের খবর অক্টোবর সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে পরার্থপরতা বৃদ্ধি করতে পারি ” শিরোনামে ডা. মো. মেহেদী হাসানের লেখা।

দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

আরো পড়ুন-

Previous articleঅপরিণত বয়সে বিয়ে শারীরিক ও মানসিক সমস্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here