দাম্পত্য সর্ম্পক উন্নয়নে বিশেষ কর্মশালা ১১ অক্টোবর

0
40

“বিয়ে “একটি দুই অক্ষরের শব্দ। অথচ এই দুই অক্ষরের মধ্যে বাঁধা পড়ে যায় দুটি জীবন। দুটি ভিন্ন মানুষ এবং তাদের পিছনে থাকা দুটি ভিন্ন পরিবার। পরিবার দুটির কোনটিই একটি আরেকটির মতো নয়।
একটি সার্থক সুন্দর সম্পর্ক মানুষকে সবচেয়ে বেশি সুখী এবং সফল করে। সে কারণেই প্রয়োজন হয় কিছু দক্ষতার। কিছু জ্ঞানের মাধ্যমে পরস্পরে মিলেমিশে একটি সুন্দর পরিবার সৃষ্টি করা যায়। ভালবাসার পরিবেশ তখনই তৈরি হয় যখন মানুষগুলোর মধ্যে সুন্দর সমন্বয় তৈরি হয়।
আর এই সমন্বয় সুন্দর করার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য নবদম্পতি এবং প্রাপ্তবয়স্ক অবিবাহিতদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করেছে-মনের খবর।
“অনুবন্ধ” নামের পাঁচ ঘন্টা ব্যাপ্তির এই প্রথম কর্মশালাটি আগামী ১১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন কর্মশালার ফেসবুক ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/2433865576662259/
এছাড়াও যোগাযোগ করতে পারেন: ০১৩১৬ ০৫৫৪৫৩

Previous articleউদ্বেগ ও মানসিক চাপ সামলাতে যা খেতে পারেন
Next articleযেসব বিষয়ে কথা বলা উচিত পুরুষদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here