বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস-এর সদস্য ও প্রতিশ্রুতিশীল তরুণ সাইকিয়াট্রিস্ট ডা. আহমেদ শাহরিয়ার হাসান (তানভীর) গতকাল, ২৩ জানুয়ারি, আনুমানিক সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন এবং তাঁর প্রয়াণে এই খাতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ডা. আহমেদ শাহরিয়ার হাসানের অকাল মৃত্যু মানসিক স্বাস্থ্য সচেতনতার অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: