ঢাকার ৭১ শতাংশ মানুষ বিষণ্ণতায় ভুগছে: বিআইডিএস

0
25
বিষণ্ণতায় ভুগছে
রাজধানী ঢাকার ৭১ শতাংশ মানুষ বিষণ্ণতায় ভুগছে। আর ৬৮ শতাংশ মানুষ কোনো না কোনো শারীরিক সমস্যায় আক্রান্ত।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক গবেষণা সম্মেলন-২০২০-এর সমাপনী অধিবেশনে ২ ডিসেম্বর সোমবার এ তথ্য তুলে ধরেন গবেষণাটির প্রধান গবেষক জুলফিকার আলী।
গবেষণায় বলা হয়েছে, রাজধানী ঢাকার বাসিন্দাদের মধ্যে আয়ের বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। ধনী-গরিবের আয়ের এই বিপুল বৈষম্য প্রভাব ফেলছে রাজধানীবাসীর শারীরিক ও মানসিক সুস্থতার ওপর। রাজধানীর ৭১ শতাংশ মানুষ বিষণ্ণতায় ভুগছে। আর ৬৮ শতাংশ মানুষ কোনো না কোনো শারীরিক সমস্যায় আক্রান্ত। যার ফলে কমছে কর্মক্ষমতাও
চলতি বছরের জুন-জুলাই মাসে ঢাকা শহরের ১২ হাজার ৪৬৮ মানুষের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় দেখা গেছে, ঢাকার ১০ শতাংশ ধনী মানুষের আয় পুরো শহরের বাসিন্দাদের মোট আয়ের ৪৪ শতাংশ। আর সবচেয়ে গরিব ১০ শতাংশ মানুষের আয় মোট আয়ের ১ শতাংশের কম। রাজধানীর সাড়ে ৩ শতাংশ মানুষ এখনো তিন বেলা খেতে পায় না বলেও উঠে এসেছে গবেষণায়।
এসব বিষয়গুলি বিষণ্ণতার পেছনে বড় ভূমি রাখছে বলে মনে করেন গবেষক জুলফিকার আলী। তিনি বলেন, শহরের অধিবাসীদের মোট মাসিক আয়ের ৯ শতাংশ খরচ হচ্ছে চিকিৎসা খাতে।
 
 

Previous articleনারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেন্ডার বৈষম্যমূলক রীতিনীতির পরিবর্তন করতে হবে
Next articleজাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here