ডা. মোহাম্মদ জোবায়ের মিয়াকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক হিসেবে পদায়ন

0
49
ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের চিকিৎসক ডা. মোহাম্মদ জোবায়ের মিয়াকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক (এডাল্ট সাইকিয়াট্রি) পদে পদায়ন করা হয়েছে।

এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকায় সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) হিসেবে কর্মরত ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে, পরবর্তী কর্মদিবসে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করা হবে।

এছাড়া, কর্মকর্তাকে অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ হয়ে, নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ সম্পন্ন করতে হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখিত সময় অনুযায়ী গত ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবারে ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগদান করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরও দেখুন-

Previous articleপাবনা মানসিক হাসপাতালের নতুন পরিচালক হলেন অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ
Next articleভোলার মনপুরা উপজেলায় বিএপি’র মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here