টিকা বা ইনজেকশন নিতে ভয় পাননা এমন মানুষ কম আছে। তবে এই ভয়ে টিকা বা ইনজেকশন নিতে বিরত থাকাটা কিছুটা অস্বাভাবিক। টিকা বা ইনজেকশন এর প্রতি অতিরিক্ত ভয় থাকা কে বলে ট্রাইপ্যানোফোবিয়া (Trypanophobia)।
এটা এক ধরনের ফোবিক এনজাইটি ডিসঅর্ডার বা স্পেসিফিক ফোবিয়া। এক গবেষণায় দেখা গিয়েছে প্রায় ১৫ থেকে ২০ ভাগ মানুষের মধ্যে এই ফোবিয়া কাজ করে।
ট্রাইপ্যানোফোবিয়া বেশি দেখা দেয় শিশুদের মধ্যে। এর জন্যে অনেক সময় শিশুরা টিকা বা ইনজেকশন নিতে বিরত থাকে। যা পরবর্তীতে স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
ট্রাইপ্যানোফোবিয়া কে আরো অনেক নামে ডাকা হয় যেমন আইকোমোফোবিয়া (Aichmophobia), বেলোনিফোবিয়া (Belonephobia) বা এনিটোফোবিয়া (Enetophobia)।
সাইকোথেরাপি, এস্যুরেন্স করা, মা বাবা সাথে থাকা এবং টিকাদানের পর মিষ্টি জাতীয় দ্রব্য যেমন চকলেট আইসক্রীম শিশুদের এ ভয় থেকে কাটিয়ে উঠতে সহায়তা করে।
সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে