চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগে ‘Psychiatry Research Cell’-এর যাত্রা শুরু

0
9
চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগে ‘Psychiatry Research Cell’-এর যাত্রা শুরু

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মনোরোগবিদ্যা বিভাগে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হলো। গত ২৯ জানুয়ারি ২০২৫, বুধবার, চমেকের ‘Psychiatry Research Cell’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রব, অধ্যাপক আব্দুস সাত্তার (বিভাগীয় প্রধান, মেডিসিন), অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান (বিভাগীয় প্রধান, নিউরোলজি) এবং সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা শিরিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডা. পঞ্চানন আচার্য্য, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগবিদ্যা বিভাগ। গবেষণার গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে মানসিক স্বাস্থ্য গবেষণার প্রয়োজনীয়তা ও গবেষণা সেলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, আগ্রাবাদ মা ও শিশু মেডিকেল কলেজ এবং ইউএসটিসি-এর ত্রিশজন শিক্ষার্থী—যারা বিভিন্ন বর্ষের এমবিবিএস ছাত্র-ছাত্রী, ইন্টার্ন এবং স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী—উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নতুন এই গবেষণা সেল চমেকে মানসিক স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও দেখুন-

Previous articleসাইকিয়াট্রি বিভাগের ফেব্রুয়ারি মাসের বৈকালিক আউটডোর সূচি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here