গর্ভবতী নারীরা এসএমএস ছাড়াই পাবেন করোনার টিকা

গর্ভবতী নারীরা এসএমএস ছাড়াই পাবেন টিকা
গর্ভবতী নারীদের টিকা নেওয়ার আগে গর্ভধারণের প্রমাণ হিসেবে অবশ্যই এএনসি কার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। এছাড়া তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশের সব হাসপাতালের পরিচালক, সব জেলার সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে।
চিঠিতে নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছরের ঊর্ধে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস পাঠিয়ে দ্রুত টিকা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হলেও সম্ভাব্য ঝুঁকি না থাকার বিষয়টি নিশ্চিত ছিল না বলে শুরুতে অন্তঃসত্ত্বা ও স্তন্যদায়ী নারীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছিল না।
টিকা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি নাইট্যাগের সুপারিশের পর গত ৯ অগাস্ট তাদের টিকার আওতায় আনা হয়।
অন্তঃসত্ত্বা ও স্তন্যদায়ী নারীদের কোভিড-১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো সরকার। তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে সার্বিক বিষয় তুলে ধরে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

Previous articleমনের খবর টিভিতে “মানসিক রোগী মানেই যে আক্রমণাত্মক নয়” বিষয়ক অনুষ্ঠান “দেশ জুড়ে মনের খবর”
Next articleটিকা না নিলে কোভিডে মৃত্যুর ঝুঁকি ১১ গুণ বেশি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here