কর্পোরেট সাইকোলজি নিয়ে মনের খবর টিভিতে নতুন আয়োজন মঙ্গলবার রাতে

0
157
কর্পোরেট সাইকোলজি নিয়ে মনের খবর টিভিতে নতুন আয়োজন মঙ্গলবার রাতে

দিনের দুই তৃতীয়াংশ সময় আমরা কর্মক্ষেত্রেই কাটাই। জীবন-জীবিকা, উন্নতি-সমৃদ্ধি, যশ-সম্মান, অর্থ-বিত্ত সবই নির্ভর করে কর্মক্ষেত্রের ওপর। সেই কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে? যদি কর্মক্ষেত্রে নামি-দামি-যশস্বী আর উন্নতি করতে চান, আপনাকে হতে হবে সুস্থ। তা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে। মানসিক সুস্থতা ছাড়া সুস্থতা সম্ভব নয়। মানসিকভাবে সুস্থ না হতে পারলে আপনি কোনোভাবেই কর্মক্ষম, যোগ্যতরভাবে গড়ে উঠতে পারেন না।

কর্মক্ষেত্রে মানসিক সুস্থতার গুরুত্ব অনুধাবণ করে মনের খবর অনলাইন টিভিতে শুরু হচ্ছে “কর্পোরেট সাইকোলজি” শীর্ষক নতুন আলোচনা অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের প্রতিটা পর্বে কর্পোরেট সেক্টরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে বলবেন মনোবিদ ফিরোজ শরীফ।

আগামীকাল মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১০ টায় “কর্পোরেট সাইকোলজি” এর প্রথম পর্ব প্রচারিত হবে। “কর্মক্ষেত্রে মন: যা আছে, যা প্রয়োজন” বিষয়ে প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন শিওর ক্যাশ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ন্যাশনাল সেলস ম্যানেজার মো. মঈন উদ্দিন চিশতি।

অনুষ্ঠানটি চলাকালে দর্শকরাও তাদের মতামত জানাতে পারেবন। অনুষ্ঠানটি মনের খবর টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleঝগড়ার পরিণতিতে শারীরিক সম্পর্ক কেন হয়?
Next articleমহামারীর দুঃসময়ে সঙ্গীর প্রতি সহনশীল দৃষ্টিভঙ্গি সম্পর্ককে আরও দৃঢ় করবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here