করোনাভাইরাসের ৮টি টিকা নিয়ে পরীক্ষা চলছে জানালেন ড. ফাউচি

করোনাভাইরাসের ৮টি টিকা নিয়ে পরীক্ষা চলছে জানালেন ড. ফাউচি
করোনাভাইরাসের ৮টি টিকা নিয়ে পরীক্ষা চলছে জানালেন ড. ফাউচি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওপর এখন অন্তত আটটি টিকা নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে এবং পরীক্ষায় সুফল পাওয়া গেলে আগামী বছর এগুলো বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি।

মার্কিন সিনেটে এক শুনানিতে ড. অ্যান্টনি ফাউচি একথা জানান।

“পরীক্ষায় আমরা সফল কিনা তা আগামী শরত বা শীত মৌসুমের মধ্যেই আমরা তা জানতে পারবো,‍“ বলছেন তিনি।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর পরিচালক রবার্ট রেডফিল্ড বলছেন, মার্কিন জনগণের জীবনযাত্রা স্বাভাবিক করার আগে `র‍্যাপিড টেস্টিং` ব্যবস্থাকে সহজলভ্য করতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেছেন, যারা করোনাভাইরাস পরীক্ষা করাতে চান তারা সেটা করতে পারবেন।

মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

Previous articleউহানে আবারও করোনা সংক্রমণ, শহরের সবাইকে পরীক্ষা করবে প্রশাসন
Next articleঅ্যানিম্যাল-অ্যাসিসটেড থেরাপি: মানসিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here