করোনা মহামারির দুর্দিনে ক্রিকেটাররা যে যার মতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
আজ রাতে ফেসবুকে ভিডিও বার্তার এসে অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটটি এবং ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন।
এর দুদিন আগেই পছন্দের ব্যাট নিলামে তোলার ঘোষণা দেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
মোহাম্মদ আশরাফুল এর ভিডিও বার্তা দেখতে ক্লিক করুন।